Emperor Ashoka’s “Bahu-Suta”: The Art of Learning Through Listening | Tagore’s Vision for Asian Culture
Published on March 22, 2025 inসম্রাট অশোক ” Bahu- Suta” অর্থাৎ মনোযোগ সহকারে শোনা এবং শোনার মাধ্যমে শেখার কথা বলেছিলেন। ১৯২৭ গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর দক্ষিণ পূর্ব এশিয়ায় গিয়েছিলেন এবং চারমাস সেখানে ছিলেন। তিনি একসপ্তাহ ব্যাংককে ছিলেন। তিনি সকলকে মহাদেশীয় সংস্কৃতি সম্পর্কে অবগত করেন। Asian Century – তে অবশ্যই সেই মহাদেশীয় সংস্কৃতি কে পুনরুত্থিত করতে হবে।