ইতি মধ্যেই দুর্গাপুজো শুরু হয়ে গিয়েছে। বাংলার বিভিন্ন প্রান্তে প্রান্তে মানুষের মনে খুশির হাওয়া লেগেছে। এই আনন্দ মুহুর্তে কাঁথির কুমারপুর মহিলা পরিচালিত দুর্গাবাড়ী সমিতি পেল ‘শ্যামাপ্রসাদ দুর্গোৎসব সম্মান ২০২৪’. এই সন্মান বিগত ৫ বছর ধরে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনের তরফ থেকে আয়োজন করা হচ্ছে।
এই সন্মান শহরের থেকে দূরে গ্রামের বিভিন্ন পুজো কমিটিকে উৎসাহিত করতেই প্রদান করা হয়। মূলত, ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির স্মৃতিতেই এই সন্মান প্রদান করা হয়ে থাকে।
এই দিন কাঁথির কুমারপুর মহিলা পরিচালিত দুর্গাবাড়ী সমিতির হাতে “শ্যামাপ্রসাদ দুর্গোৎসব সম্মান ২০২৪”- তুলে দিতে ডঃ অনির্বাণ গাঙ্গুলি পৌঁছে যান কাঁথিতে। সেখানে তিনি স্থানীয় মহিলাদের সাথে দেখা করেন, কথা বলেন। তিনি, সকল কে শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এমনকি মহিলাদের দ্বারা পরিচালত সমগ্র ব্যাবস্থাপনা ঘুরে দেখেন।