ইতি মধ্যেই দুর্গাপুজো শুরু হয়ে গিয়েছে। বাংলার বিভিন্ন প্রান্তে প্রান্তে মানুষের মনে খুশির হাওয়া লেগেছে। এই আনন্দ মুহুর্তে নদীয়ার কৃষ্ণনগরের পোস্ট অফিস মোড় সংলগ্ন উড়ান ক্লাব পেল ‘শ্যামাপ্রসাদ দুর্গোৎসব সম্মান ২০২৪’. এই সন্মান বিগত ৫ বছর ধরে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনের তরফ থেকে আয়োজন করা হচ্ছে।
এই সন্মান শহরের থেকে দূরে গ্রামের বিভিন্ন পুজো কমিটিকে উৎসাহিত করতেই প্রদান করা হয়। মূলত, ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির স্মৃতিতেই এই সন্মান প্রদান করা হয়ে থাকে।
এই দিন নদীয়ার কৃষ্ণনগরের পোস্ট অফিস মোড় সংলগ্ন উড়ান ক্লাবের হাতে “শ্যামাপ্রসাদ দুর্গোৎসব সম্মান ২০২৪”- তুলে দিতে ডঃ অনির্বাণ গাঙ্গুলি পৌঁছে যান কৃষ্ণনগরের উড়ান ক্লাবে। সেখানে তিনি স্থানীয় মানুষ ও কার্যকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, সকল কে শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজ এই শুভ মুহূর্তে আমরা মাতৃশক্তি কে প্রণাম জানাই। বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান অনস্বীকার্য। তাঁর অনবদ্য অবদান কে স্মরণ করেই ” শ্যামাপ্রসাদ দুর্গোৎসব সম্মান ” প্রদান করা হয়। এছাড়া তিনি বাংলাদেশের বর্তমান পুজোর অবস্থা নিয়েও কথা বলেন। তবে নিচে দেওয়া ভিডিওর মাধ্যমে দেখুন ডঃ অনির্বাণ গাঙ্গুলি মহাশয় তার বক্তব্যে কি কি বললেন